কামরুজ্জামান জনি, কুমিল্লা :–
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ২৯ শতাংশ। এ বোর্ডে এবারের পরীক্ষায় ৮৮ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ। এর মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৯০ জন। শনিবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোডের কন্ট্রোলার কায়সার আহমেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কুমিল্লা বোর্ডে এবার বিজ্ঞান বিভাগ এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে সবোর্চ্চ পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে ছাত্র ৭২ দশমিক ১৩ শতাংশ ও ছাত্রী ৭৫ দশমিক ০৯ শতাংশ। মানবিক বিভাগে শতকরা ৫১ দশমিক ১৯ জনের মধ্যে ছাত্র ৫৩ দশমিক ৭৬ ও ছাত্রী ৫০ দশমিক ০৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ। এর মধ্যে ছাত্র ৬৪ দশমিক ২৫ শতাংশ ও ছাত্রী ৬৫ দশমিক ৬৬ শতাংশ।
এদিকে, জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও কুমিল্লা বোর্ডে বিজ্ঞান বিভাগ এগিয়ে রয়েছে। কুমিল্লা বোর্ডে এবার তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৩৯০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে সবোর্চ্চ এক হাজার ৫২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ৮০৫ জন ছাত্র ও ৭২২ জন ছাত্রী। মানবিক বিভাগে ১৭৭ জনের মধ্যে ৫৭ জন ছাত্র ও ১২০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৮৬ জনের মধ্যে ৩২০ জন ছাত্র ও ৩৬৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।