কামরুজ্জামান জনি, কুমিল্লা :–
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হারের দিক থেকে মেয়েদের তুলনায় ছেলেরা কিছুটা এগিয়ে রয়েছে। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ২৯ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ৬৩ দশমিক ২৮ শতাংশ এবং মেয়েরা পাস করেছে ৫৯ দশমিক ৩৫ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৬৫১ জন ছেলে এবং ২৬ হাজার ৭০৮ জন মেয়ে। এদিকে, জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। এক হাজার ২০৮ জন ছাত্রী ও এক হাজার ১৮২ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
