কুমিল্লাওয়েব নিউজ :–
২০১৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৭৪.৩০ শতাংশ শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন। পরীক্ষায় অংশগ্রহন করেছিল মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ শিক্ষার্থী।
শনিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে তুলে দেন। গণভবনে এই অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ২৮ মে শেষ হওয়ার কথা থাকলেও হরতাল ও ঘূর্ণিঝড় মহাসেনের কারণে পরীক্ষা শেষ হয় ১ জুন।