শামীমা সুলতানা,দাউদকান্দি :–
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, চার দলীয় সরকারের দু:শাসন মানুষ ভুলে যায়নি, জনগণ কখনও ভুল করেনা, তারা চিহ্নিত দুর্নীতিবাজদের ভোট দিবেনা। ১৮ দলীয় জোট নেতাদের যুদ্ধাপরাধীদের রক্ষার কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি আজ ২ আগস্ট শুক্রবার কুমিল্লার ইলিয়টগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, আবুল হাসেম সরকার, আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, বাসুদেব ঘোষ, সেলিম মাস্টার, মাওঃ মোতাহার হোসেন মোল্লা, নাসির চেয়ারম্যান, শাহীন মাস্টার প্রমূখ।