কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা শাহ সুজা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার তিন ছাত্র কোরানে হাফেজ হবার কৃতিত্ব লাভ করায় শুক্রবার দুপুরে শাহ সুজা জামে মসজিদ কমপ্লেক্সে তাদেরকে আনুষ্ঠানিক ভাবে পাগড়ি ও সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাশেমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি এডভোকেট আবদুল আজিজ মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি সফিকুল ইসলাম শিকদার,মাওলানা শরীফ হোসাইন,মাওলানা খিজির আহমেদ, কোরানে হাফেজ পাগড়ি প্রাপ্তরা হলেন মোজাহিদুর ইসলাম,মোঃ শিপন হোসেন,মোঃ রাশেদুল ইসলাম। এসময় মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য গণ উপস্থিত ছিলেন।
