জামাল উদ্দিন স্বপন:—
কুমিল্লার নাঙ্গলকোটে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য স্কুলের ইট চুরি করে ব্যক্তিগত কাজে লাগানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সুত্রে যানা যায় নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় উচ্চ বিদ্যালয়ের দু,দু,বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য আবু তাহের গত ২৪ জুলাই স্কুলের ইট চুরি করে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক জানতে পেরে ইটগুলো ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট সদস্যকে অনুরোধ করেন। কিন্তু অদ্যাবধি ফেরত দেয়ার উদ্যোগ গ্রহন না করায় বিষয়টি এলাকা ও অভিভাবক মহলে জানা জানি হলে সবাই ক্ষুব্দ হন। অভিভাবক মহলে প্রশ্ন জাগে সংশ্লিষ্ট সদস্য এভাবে হয়তো অনেক কিছু চুরি করেছে। ইট চুরির বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান রফিকুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সংশ্লিষ্ট সদস্যকে রক্ষা করার জন্য চুরির কথা অস্বীকার করেন। তিনি আরো বলেন বিদ্যালয়ের কোন ইট ছিল না। ম্যানেজিং কমিটির আরেক সদস্য কাইয়ুমের সাথে যোগাযোগ করলে তিনিআমাদের প্রতিবেদক আজিম উল্যাহ হানিফকে বলেন চুরির বিষয়টি সত্য এবং তিনি সদস্য আবু তাহেরের কথা অকপটে বলেন। প্রধান শিক্ষক খলিলুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন। অনেকে দু:খ করে বলেন, বেড়ায় খেত খায়, তাহলে খেতের উপায় কি? আবার অনেকে বলেন বলেন অল্প শিক্ষিত লোক শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত হলে এরকম কান্ড ঘটাই স্বাভাবিক! আরো জানা যায় এ সদস্য দৌলখাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিও বটে। সরকারী অনেক দান অনুদান আত্বসাত করেছে বলে এলাকার অনেকে বলাবলি করেছেন। এলাকাবাসী এ ঘটনা তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।