জামাল উদ্দিন স্বপন:–
অনাবরত গত ৩দিনের বৃষ্টিতে লাকসাম বাজারে ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে রয়েছে। অনাবরত বৃষ্টির কারণে ক্রেতারা বাজারে আসতে না পারায় দোকানদারগন দোকান খুলে চুপ-চাপ বসে কাত চিত হয়ে অলস ভাবে সময় কাটাচ্ছে। বিশেষ করে শাড়ী, গার্মেন্টস, জুতা, কসমেটিক্স ও পাঞ্জাবী দোকানদারদের অবস্থা নাজুক। লক্ষ লক্ষ টাকার মালামাল উঠায়ে প্রতিদিন গড়ে অধিকাংশ দোকানে ১৫/২০ হাজার টাকার মালামাল বৃষ্টি হয়। যাহা অন্যান্য বছরের তুলনায় খুবই নগন্ন। এছাড়াও দেশে ডেসটিনি, যুবক সহ অন্যান্য মাল্টিপারপাসের শোচনীয় ধস পড়ার কারণে এবারের ঈদের বাজার জমজমাট হয়ে উঠছেনা। দেশে বিরাজমান পরিস্থিতি ও রাজনৈতিক দূরাবস্থার কারণে মানুষের ভিতরে একটি আতংক সৃষ্টি হয়েছে। যাদের হাতে যে সব টাকা পয়সা গচ্ছিত তারা সেগুলো ব্যাংকে জমা রেখেছে বলে সূত্রে জানা গেছে। উল্লেখিত কারণগুলোর কারণে ব্যবসায়ীদের মাথায় হাত।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...