ঢাকা :–
মুশফিকুর রহিম অধিনায়ক থাকবেন কী না নিশ্চিত নয়। চোট কাটিয়ে মাশরাফি বিন মর্তুজার খেলা না খেলাটাও অনিশ্চিত। তবে ২০১৫ বিশ্বকাপে শেন জার্গেনসনের থাকাটা নিশ্চিত।
বিশ্বকাপটা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বলে এ অস্ট্রেলিয়ান কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব দিয়েছে বিশ্বকাপ পর্যন্ত। সেই বিশ্বকাপে বাংলাদেশকে ভরসা জোগাচ্ছেন জার্গেনসন। মিরপুরে বৃহস্পতিবার অনুর্ধ্ব-২৩ দলের অনুশীলন দেখতে এসে তিনি সাংবাদিকদের বললেন, ‘নিউজিল্যান্ডকে আমাদের মাটিতে ৪-০’তে হারিয়েছি। এর আগে হারিয়েছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কাকেও। আর বাকি থাকল দুটো বাছাই দল। দুর্বল সেই দু’দলের পর একটা বড় দলকে হারালেই তো কোয়ার্টার ফাইনাল। সে স্বপ্নই দেখছি।’
বিশ্বকাপের গ্রুপিং নিশ্চিত হওয়ার দিনে বাংলাদেশের প্রধান নির্বাচক আকরাম খান বলেছিলেন, ‘গ্রুপটা কঠিন হয়ে গেছে।’ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন ও মাশরাফি বিন মর্তুজার মনে হচ্ছিল কঠিন কন্ডিশনে ভালো না করার শঙ্কা। তবে জার্গেনসন সমস্যা দেখছেন না কন্ডিশনেও।
জার্গেনসন বললেন, ‘কেবল ব্রিসবেনে বল বাউন্স হয়। নাহলে আমরা যে ভেন্যুতে খেলব সেখানে বল টার্ন করে যথেষ্ট। এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। বিশ্বকাপের দুই বছর যেহেতু বাকি তাই নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ান টোয়েন্টি টোয়েন্টি লিগে সাকিব-তামিমের পাশাপাশি পাঠানো যেতে পারে আরও কয়েকজনকে। আমাদের কিছু গোপন পরিকল্পনাও আছে।’
ওপেনিংয়ে তামিমের যোগ্য সঙ্গীর খোঁজে রয়েছে বাংলদেশ। জার্গেনসন সমাধান দেখছেন এনামুল হক বিজয় আর জহুরুল ইসলামে। তিনি বললেন, ‘এনামুল জহুরুল দু’জনই ভালো করছে। তবে অনেকের জন্য এটা ভালো সুযোগ। তেমনি পেস বোলারদের নিয়েও ভাবছি আমরা। তাদের চোটমুক্ত করে বিশ্বকাপে নিয়ে যাওয়াটাও চ্যালেঞ্জের।’