শামসুজ্জামান ডলার :–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালির বাজার সংলগ্ন নবীপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দূর্ঘটনায় সালমান (১৮) নামে এক যুবক নিহত হয়। ঘটনাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ড্রাইভার মাইনউদ্দিন, হেলপার সালমান, সুজন, এরফানকে নিয়ে ট্রলী যুগে বালু আনতে কালির বাজার থেকে নবীপুরে যাওয়ার পথে রাস্তার (স্প্রীডব্রেকার) গতিরোধকের উপর দিয়ে যাওয়ার পথে গাড়ীটি একটু লাফিয়ে উঠলে গাড়ী থেকে গাড়ীর হেলপার সালমান পড়ে যায়। তাৎক্ষণিক সালমানের উপর দিয়ে গাড়ীর চাকা গেলে সালমান গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য কালির বাজারে আসার পথেই সালমান মারা হয়। সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের মৃত মনির সর্দারের ছেলে সালমান ছয় চাকা বিশিষ্ট ইঞ্জিন ট্রলীতে কাজ করতো। পেটের দায়ে অন্যান্য দিনের মতো গতকাল সকালে কাজ করতে গাড়ীতে গিয়েছিল। উচু গতিরোধকের উপর দিয়ে যাওয়ার সময় গাড়ীটি লাফিয়ে উঠলে সালমান গাড়ী থেকে পড়ে যায়। ড্রাইভার মাইন উদ্দিন কিছু বুঝার আগেই গাড়ীর চাকা সালমানের উপর দিয়ে গেলে চাপা পড়ে সালমান গুরুতর আহত ও কিছুক্ষন পড়েই মারা হয়।
ছবি-মেইলে আছে।