—–জান্নাতুল ফেরদৌসি (নিলু)
ঈদ এসেছে ঈদ এসেছে
চাঁদ উঠেছে ঐ্
খোকন সোনা কই ?
মা-খোঁজে বাবা খোঁজে
খোকন সোনা কই ?
ভাইয়া বলে আপু বলে
ঐ দেখা যায় ঐ।
চুপটি করে বসে খোকা
ঈদের জামা পড়ে বোকা
মা-এল যেই পাশে
খিল খিলিয়ে হাসে।
দুষ্ট পনা, মিষ্টি পনা
সব কিছু তার সৃষ্টি বোনা
এই আমাদের খোকান সোনা।
জল কে বলে মাম
ইচ্ছে করে পাল্টিয়ে দেয়
সকল কিছুর নাম
খোকন সোনা মাকে বলে
ঈদের দিন পাঁ-ছুয়েঁ
ছালাম করব যখন
তুমি মাগো আমার হাতে
টাকা দিও তখন।