সৈয়দ আহাম্মদ লাভলুঃ—
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এক শ্রেনীর চোরের সিন্ডিকেট দল অভিনব পন্থ্যায় সিএনজি অটোরিক্সা চুরি করার পায়তারা করছে। ইতিমধ্যে তারা গত ২৩ জুলাই উপজেলার দুলালপুর এলাকার ফজলুর রহমানের গ্যারেজ থেকে একটি নাম্বার বিহীন অটোরিক্সা যার চেসিজ নাম্বার MDZA44AZ6CWJ-28977 ইঞ্জিন নাম্বার- AFZWCJ-54046 চুরি করে নিয়ে যায়। গাড়ীর মালিক দুলালপুর গ্রামের মোরশেদ আলমের ছেলে ওমর ফারুক ও গ্যারেজের মালিক ফজলুর রহমান ঐ গ্যারেজে প্রতিদিন রাত্রী যাপন করেন। ঐদিন রাতে তারা সেহেরী খাবার উদ্দেশ্যে অল্প সময়ের জন্য বাড়িতে গিয়েছিল। আর সেই সময়ের মধ্যেই এ চোর চক্রটি ঘরের পালার সাথে সিএনজি অটোরিক্সাটি শিকল দিয়ে বাধা সত্বেও তা কেটে সিএনজি অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএনজি অটোরিক্সার মালিক এ প্রতিনিধিকে জানান, তিনি পার্শ্ববর্তী জেলায় গাড়ীটির সন্ধান পেয়েছেন। থানা পুলিশের সহায়তায় তা উদ্ধার করা যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। অপর দিকে স¤্রতি উপজেলার টাকুই গ্রামেও একই পদ্ধতিতে মৃত মোকশদ আলীর ছেলে মোঃ বাচ্চু মিয়ার একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরের দল। এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়–য়া এক বিবৃতিতে সিএনজি অটোরিক্সা মালিকদের উদ্দেশ্যে বলেন, এ সঙ্গবদ্ধ চোরের দলটিকে অচিরের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে এব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগীতা প্রয়োজন। প্রতিটি সিএনজি গ্যারেজে রাতে পাহাড়াদার জোরদার করতে হবে। এলাকায় কোন অপিরিচিত লোকের আনাগোনা হলে, তাকে জিজ্ঞাসাবাদে সে কোন সঠিক জবাব দিতে না পারলে তাকে আটক করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল-০১৭১-৩৩৭৩৬৯৬, এ নাম্বারে ফোন করার অনুরোধ করা গেল। এছাড়া বিশেষ করে রমজান মাসে তারাবী ও সেহেরীর সময় সিএনজি অটোরিক্সা মালিকদের সার্বক্ষনিক সতর্ক থাকার আহবান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।