জেহাদ হোসেন খোকন :–
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম খাঁন মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে এক মিষ্টি দোকান ও ৩টি মুদি দোকানদারকে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করে। এ সময় উপজেলা সদর বাজারের সেন্টু ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে ১৯৫৯/২৪ এর ধারা অনুযায়ী ২ হাজার, বুড়িচং মধ্য বাজার বিউটি ষ্টোরের মালিক সমর মিত্রকে ১৯৫৯/১৭(১) এর ধারা অনুযায়ী ৩ হাজার, ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজারের কাশেম ষ্টোরকে পরিবেশ অধিদপ্তর আইন ১৯৯৫/৬(ক) ধারা অনুযায়ী ২০ হাজার ও একই বাজারের ছিদ্দিক মিয়ার মুদি দোকানে একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবাদুল হক, বুড়িচং থানার এস আই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
