ব্রাহ্মণবাড়িয়া :–
কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার কসবা উপজেলার কুটিচৌমুহনী এলাকা থেকে মঙ্গলবার ভোরে ভারতীয় গাঁজা বহনকারী ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ১১০ কেজি ভারতীয় গাঁজা।
আটকরা হলো- কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মিজানগর গ্রামের রশিদ মিয়ার ছেলে মো. শফিক মিয়া (২৫) ও মুরাদনগর উপজেলার নয়াকান্দি গ্রামের মালু মিয়ার ছেলে তৌফিকুল ইসলাম (৩৫)।
কসবা থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানান, উপজেলার কুটি বাজার থেকে একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাচ্ছিলো। মালবাহী ওই ট্রাকটিতে ভারতীয় গাঁজা রয়েছে- এমন খবরের ভিত্তিতে এসআই আবদুল আহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুটিচৌমুহনীতে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করেন। ওই ট্রাকের ভেতর থেকে ১১০ কেজি উদ্ধার করা হয়। এসব গাঁজা পাচারের অভিযোগে ওই দু’জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কসবা থানায় নিয়মিত মামলা হয়েছে।