জেহাদ হোসেন খোকন :–
রোববার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের মঈনিয়া নজরুলিয়া দরবার শরীফের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঈনিয়া নজরুলিয়া দরবার শরিফের পীর, খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী আধ্যাত্বিক লিখক ও গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারীয়া বুড়িচং উপজেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার আল-মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল হক ডিলার আল-মাইজভান্ডারী, আবদুল হালিম খাঁন, পীরজাদা মাওঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, পীরজাদা মাওঃ শামস্্ তিবরীজ সাদকপুরী, মোঃ আঃ কাদের আল-মাইজভান্ডারী, মফিজুল ইসলাম, হুমায়ূন কবির ভূইয়া, আবু তাহের আল-মাইজভান্ডারী, জাহাঙ্গীর আলম সর্দার, ইঞ্জিঃ বাছির খাঁন, ফুল মিয়া সর্দার, রেজাউল করিম, মাঈন উদ্দিন, কাজী আল-আমিন, আরিফুর রহমান ও রমিজ উদ্দিনসহ বিভিন্ন এলাকার দরবার শরীফের আশেকান ভক্তবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বুড়িচং মঈনিয়া নজরুলিয়া দরবার শরিফের পীর খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী আধ্যাত্বিক লিখক ও গবেষক আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরী।