রাজশাহী প্রতিনিধি :–
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ রাজশাহী ক্যাম্পাসে এক মত বিনিময় সভা গত ১০ জুলাই,২০১৩ তারিখে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী ক্যাম্পাসের একাডেমিক কোঅর্ডিনেটর এবং ইনচার্জ প্রফেসর মো: ইব্রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম শামসুল হক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর জহুরুল ইসলাম,আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম মহসিন এবং ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার ও প্রশাসনিক সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক মো: তহিদুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: হামিদুর রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম।
প্রধান অতিথি এনইউবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম শামসুল হক তার বক্তব্যে বলেন “উচ্চশিক্ষা বিস্তারে এই বিশ্বাবদ্যালয় মান সম্পন্ন শিক্ষা প্রদানে বদ্ধপরিকর। তিনি আমেরিকান মিডিয়া, জার্নাল এ পড়াশুনা বিষয়ক বিভিন্ন তত্ত্ব সংগ্রহ করেছেন এবং এ দেশে সেগুলো কিভাবে সিলেবাসে অর্ন্তভুক্ত করা যায় তার পরামর্শ দেন। ভাষা ও গণিত বিষয়ে সৃজনশীল চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর জন্য ইংরেজি ও গণিত বিষয়ে বেশি জোর দেয়ার ব্যাপারে শিক্ষকদের উদ্দেশে বলেন ।’
ব্যবসায় প্রসাশন বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল কামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র এডমিন অফিসার মোঃ রুহুল আমীন বিশ্বাস।