আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকড়া গ্রামের দিনমজুর(ফেরিওয়ালা) মোঃ মাহফুজ মিয়া পুত্র ও নরসিংদীর বারিচা আলিম মাদ্রাসার আলীম পরীক্ষার্থী মেধাবী ছাত্র হাফেজ এহছান আহমেদের (১৯) একটি ভাল্ব অকেজো হয়ে পড়েছে। বিশেষজ্ঞ ডাক্তার এস.এ.এম.আবদুস সবুরের পরামর্শ মতে ভাল্ব পরিবর্তনের মাধ্যমে সুষ্ঠু চিকিৎসায় এহছান সুস্থ্য হয়ে উঠবে। এজন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। এহছান দিনমজুর পিতার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভম নয়। তাই মেধাবী ছাত্র এহছানকে বাচাঁতে চিকিৎসা সমাজের দানশীল ,বিত্তবান ,সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ- মোঃ মাহফুজ মিয়া,সঞ্চয়ী হিসাব নং-৬৪৮০,কৃষি ব্যাংক,নাসিরনগর শাখা,ব্রাহ্মণবাড়িয়া।