শামীমা সুলতানা :–
আজ রোববার সকাল ১০টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
‘দেশী ফলে বেশি মিষ্টি অর্থ খাদ্যে পাই তুষ্টি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে দাউদকান্দি পৌর সদরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মেলা উদ্বোধন করেন, প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম, মতিন সৈকত প্রমূখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্ট্রল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ করেন।
