মোঃ ইসমাইল হোসেন, মেঘনা প্রতিনিধি :–
কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ও রাধানগর ইউনিয়নে দুই স্কুল ছাত্রীর বাল্য বিবাহ দ্রুত বন্ধ করার ব্যবস্থা করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক। গত শুক্রবার মোবাইল ফোনে সংবাদ পেয়ে নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক দ্রুত পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহগুলি বন্ধ করেন। রাধানগর গ্রামের মনু মিয়ার মেয়ে শান্ত (১৫) মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী এবং গোবিন্দপুর ইউনিয়নের চরবিনোদপুর গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের মেয়ে কলি আক্তার (১১) করিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। অভিভাবকগন অঙ্গীকার নামা দিয়ে বলেন, মেয়েরা বিবাহের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না। এমনকি আশেপাশের গ্রামগুলিতে বাল্যবিবাহ বন্ধের জন্য গণসচেনতা গড়ে তুলবেন বলে গ্রামবাসী প্রতিশ্রুতিবদ্ধ দেন।
