স্টাফ রিপোর্টার :–
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজের চলতি শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠান শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল জলিল ভুইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুর রহমান বাবুল,যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুর রহমান, গংগামন্ডল রাজ ইনষ্টিটিউশানের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন, বেগম মাজেদা আহসান মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সাইচাপাড়া বি.জে.এম.এ মজিদ উ্চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ও শিক্ষানুরাগী মীর মো.আবদুর রাজ্জাক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম সরকার। পরে কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিউ ডিজে সেলিম ড্যান্স একাডেমীর শিল্পীরা নৃত্য পরিবেশন করে।
