কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লায় হেরোইন পাচার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা জসিমসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিজ্ঞ বিচারক চমন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, র্যাব-২ এর একটি দল গত ২০০৫ সালের ২০ নভেম্বর গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন হোটেল নূরজাহানে ক্রেতা সেজে ৫০ লাখ টাকা মূল্যের ৫শ’ গ্রাম হেরোইনসহ ৩ হেরোইন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার নিউ ট্রাংক রোড এলাকার নেছার আহমেদ হাওলাদারের পুত্র জাহিদ মাহমুদ হাওলাদার ওরফে গুড্ডু (৩২), একই এলাকার মৃত আলম খানের পুত্র বাবুল খাঁন ওরফে বাবু (২৬) ও কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া পূর্বপাড়া গ্রামের আবদুল খালেক শাহ এর পুত্র ও বরুড়া উজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (৩২)। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে গত ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করলে বিচার কার্যক্রম শুরু হয়। আদালত এ মামলায় স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে গতকাল রবিবার ওই ৩ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদানসহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন। দ-প্রাপ্ত আসামিদের মধ্যে জাহিদ মাহমুদ হাওলাদার ওরফে গুড্ডু ও জসিম উদ্দিন পলাতক রয়েছে।