কুমিল্লা প্রতিনিধি :–
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৭২তম শহীদ আব্দূল আজিজ স্মরনে জেলা ব্যাপি দোয়া দিবস কর্মসূচির অংশ হিসাবে দোয়া মাহফিল করে কুমিল্লা মহানগরী ছাত্রশিবির।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী শিবির সভাপতি মনির আহমেদের সভাপতিত্বে সেক্রেটারী মোঃ শাহআলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহানগরী শিক্ষা সম্পাদক ফয়সাল আহমেদ ,পাঠাগার সম্পাদক সদর উদ্দিন শাহাদাত । মহানগর সভাপতি বলেন সরকার চারটি চিটি নির্বাচনে হেরে এখন বেপরোয়া হয়ে সন্ত্রাসিদের দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ঘৃন্য চেষ্টায় লিপ্ত । তারই ধারাবাহিকতায় চৌদ্দগ্রামে শিবির কর্মী আব্দুল অজিজ কে হত্যা করা হয়েছে। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন । তিনি আরো বলেন ইসলামী আন্দোলনের পথ মসৃণ নয়, আমাদেরকে আরো বেশি দৃঢ়তা নিয়ে আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে ।এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা রাফিউল কদের ,শাহাব উদ্দিন , আব্দুল মোতালেব মাসুদ ,কাউসার আলম প্রমুখ।