ঢাকা :–
অবশেষে মুক্তি পাচ্ছে ঋত্বিক রোশনের ‘কৃষ’ চলচ্চিত্রের তৃতীয় সিকুয়্যাল ‘কৃষ থ্রি’।প্রায় আট বছর আগে চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা হলেও বিভিন্ন কারণেই পিছিয়ে যায় নির্মাণের কাজ। তবে আশার কথা এই যে ইতোমধ্যেই চলচ্চিত্রটির নির্মাণকাজ শেষ হয়েছে ।মুক্তির দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে।
কৃষের পরিচালক রাকেষ রোশন ঘোষণা করেন ৪ নভেম্বর দেয়ালিতে মুক্তি পাবে ‘কৃষ থ্রি’।এই প্রথম আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করলেন তিনি।
অন্যদিকে, শাহরুখ খান অভিনিত রোহিত শেটির ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পাবে আগস্টের ৮ তারিখে। তার দুই মাস পরেই আসবে ‘কৃষ থ্রি’।বেশ জমে উঠবে দু’টো চলচ্চিত্রের লড়াই।