জামাল উদ্দিন স্বপন:–
লাকসাম হাউজিং এস্টেটে অবস্থিত আল ইহসান ক্যাডেট মাদরাসা এন্ড স্কুলের হিফজ বিভাগে নতুন ছাত্রদের পবিত্র কোরআন ছবক দান অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জুন মাদরাসা ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র আলহাজ মফিজুর রহমান। হাফেজ মাওলানা মোঃ শোয়ায়েবের পরিচালনায় এবং মাদরাসার পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমেনা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সেলিম মাহমুদ, নাঙ্গলকোট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, ফুলগাঁও ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াছিন মজুমদার, হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক আশরাফি, মনোহরগঞ্জ সিনিয়র মাদরাসার প্রভাষক মাওলানা আবদুর রহিম, মোঃ আবু নোমান প্রমুখ। অনুষ্ঠানে ১৯ জন ছাত্র-ছাত্রীকে পবিত্র কোরআনের ছবক দেয়া হয়। মিলাদ ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন, মাওলানা মোঃ আবদুল কাদের।
