সৈয়দ আহাম্মদ লাভলু(ব্রাহ্মণপাড়া):—
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত মিশু প্রকাশ মিশনীকে বিদেশী মদ ও ফেনসিডিলসহ গত বৃহস্পতিবার বিজিপি সদস্যরা আটক করে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। জানা যায়, উত্তর তেতাভুমি গ্রামের হারুনুর রশীদের স্ত্রী মাদক ব্যবসায়ী মিশনী গত বৃহস্পতিবার বিকালে শশীদল ইউনিয়ন পরিষদের উত্তর পাশে কালর্ভাডের উপর দিয়ে একটি ব্যাগ নিয়ে হেটে যাচ্ছিল। ঐ এলাকায় শশীদল বিজিবি ক্যাম্পের হাবিলদার আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স তার গতিরোধ করে ব্যাগ তল্লাশি করে ২৭ বোতল বেগপাইপার ও দুই বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। হাবিলদার আলমগীর বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা করলে পরদিন তাকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।
