বেলায়ত হোসেন ফাউন্ডেশন ও কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে তিতাসে বিনামূল্যে চিকিৎসাসেবা

নাজমুল করিম ফারুক :–

তিতাসে মরহুম বেলায়েত হোসেন সরকার ফাউন্ডেশন ও কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে ৭ জুন শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্রসহ ঔষধ বিতরণ করা হয়।
বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মরহুম বেলায়াত হোসেন সরকারের সহধর্মিনী মোসা. নাজমা বেগমের সভাপতিত্বে উক্ত স্বাস্থ্য সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ-রাজনীতিবিদ ও পপি গাইডের স্বাত্ত্বাধিকারী বিগত সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান চৌধুরী, তিতাস উপজেলা নির্বাহী অফিসার শ্যামলী নবী, সাপ্তাহিক কালপুরুষ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা, তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. মফিজ উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ধন মিয়া, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ রাজ্জাক ভূঁইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আলম মুরাদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমেদ প্রমূখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply