এম.এ হোসাইন :–
কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের উপজেলা ও পৌর আমীর সহ ২৭ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে আটটায় দেবিদ্বার পৌর এলাকার হাজী আবিদ আলী হিলফুল ফুজুল আদর্শ স্কুলে উপজেলা জামায়াতের রুকন বৈঠক চলাকালে থানা পুলিশ উপজেলা ও পৌর আমীর সহ জামায়াতের ২৭ নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুস ছালাম, পৌর জামায়াতের আমীর মনিরুল আলম পাঠান, মোঃ গোলাম মোস্তফা সরকার, আলী আজহার, মিজানুর রহমান শেলী, আবুল কাসেম, আবু ইউছুব, আবুল কাশেম মাস্টার, সিদ্দিকুর রহমান, জহিরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, লেয়াকত আলী, আবদুল মান্নান, মোঃ সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, সুলতান আহম্মদ, আঃ আলিম জমাদার, সফিকুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মোঃ জালাল উদ্দিন, মোঃ ইউছুব আলী, মাওলানা আবুল হাছান, নজরুল ইসলাম, আঃ মান্নান, মোঃ হোনাইস, অধ্যাপক জাহাঙ্গীর আলম।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ জিলানী বাদী হয়ে আটক ২৭জনসহ অজ্ঞাতনামা আরো ৩০/৩৫জনকে অভিযুক্ত করে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইন এবং কর্তব্য কাজে দায়িত্ব পালনকারী পুলিশের উপর হামলার অভিযোগ এনে দু’টি মামলা দায়ের করেন।
এব্যাপারে দেবিদ্ধার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, চান্দিনা রোডে হিলফুল ফুযুল স্কুলে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। আটক ২৭জামায়েত নেতাকে শুক্রবার বিকেল সোয়া ৩টায় কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।
এদিকে জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আলী আশরাফ খান বলেন, “পৌর এলাকার চান্দিনা রোডের ওই স্কুলে প্রকাশ্যে বৈঠক চলাকালে জামায়াত নেতাদের হয়রানির উদ্দেশে মিথ্যা অভিযোগে আটক করা হয়েছে। জামায়াত কোনো নিষিদ্ধ বা নাশকতাকারী সংগঠন নয়। জামায়াত একটি গণতান্ত্রিক দল হিসেবে সভা-সমাবেশ করার অধিকার রয়েছে।”
তিনি অবিলম্বে আটকদের ছেড়ে দেয়ার জোর দাবি জানান।