নাজমুল করিম ফারুক:–
পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মনির বাসার সামনে গতকাল বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিতাস উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার গাজীপুরস্থ আওয়ামীলীগের অফিস বিক্ষোভ মিছিলটি গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনারায় গাজীপুরে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে বিক্ষোভ পূর্বক প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাপ্তাহিক কালপুরুষ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁঞা, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাবু, হোমনা ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন খান সুমন। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদ বিল্লাল হোসেন, গাজীপুর খাঁন হাইস্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোমেন পাঠান, সাধারণ সম্পাদক সোহাগ আখন্দ, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা হাতেম আলী, রমজান হোসেন, মহসিন মিয়াসহ বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ পাঠান প্রমূখ।
