কসবায় অন্ত:নগর মহানগর প্রভাতি ট্রেনের বগি লাইনচ্যুত : সাড়ে তিনঘন্টা পর পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–

টানা প্রায় সাড়ে তিনঘন্টা পর পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে চট্টগ্রাম-ঢাকাগামী অন্ত:নগর মহানগর প্রভাতি ট্রেনের বগি লাইনচ্যুত হবার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো।
রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা প্রায় সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী অন্ত:নগর মহানগর প্রভাতি ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় বিভিন্ন স্টেশনে আন্ত:নগরসহ বিভিন্ন লোকাল ট্রেন আটকা পড়ে। এসময় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কসবা রেলওয়ে স্টেশন মাস্টার প্রণব কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আখাউড়া রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা নাগাদ চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারে সক্ষম হয়। বেলা আড়াইটার পর পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply