ঢাকা :–
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক খ্যাতনামা সাময়িকী ফোর্বস। ২০১৩ সালের এ তালিকায় নয়টি দেশের নারী সরকার প্রধানের নাম থাকলেও বাংলাদেশের কারও নাম নেই। বুধবার এ তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস। এটি ফোর্বসের দশম তালিকা।
তালিকায় যথারীতি রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ, সেলিব্রেটি, গণমাধ্যমপ্রধান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইও ও সমাজহিতৈষীদের নাম স্থান পেয়েছে।
ফোর্বসের দৃষ্টিতে এবারও সবচেয়ে ক্ষমতাধর নারী হচ্ছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। ফোর্বস যে ১০ বার এ ধরনের তালিকা করেছে; তার মধ্যে আটবারই স্থান পেয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন সাতবার।
ক্ষমতাধন নারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রউসেফ, তৃতীয় স্থানে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো চেয়ারপারসন মেলিন্ডা গেটস, চতুর্থ স্থানে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আর পঞ্চম স্থানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ষষ্ঠ স্থানে ফেসবুকের সিইও শেরিল স্যান্ডবার্গ, সপ্তম স্থানে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান লাগার্ড, অষ্টম স্থানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব জ্যানেট নেপোলিটানো, নবম স্থানে ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী এবং দশম স্থানে আছেন পেপসিকোর সিইও ইন্দ্রা নুয়ি।
মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চি (২৯), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড (২৮), থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংল্যাক সিনওয়াত্রা (৩১) স্থান পেয়েছেন সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায়।
এবারের তালিকায় সেলিব্রেটিদের মধ্যে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, শাকিরা, জিসেল বান্দচেন, বিয়ন্স নোলস প্রমুখ।
প্রথমবারের মতো এবার তালিকায় স্থান পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই, লকহিড মার্টিনের সিইও ম্যারিলিন হিউসন, বাইদুর সিইও জেনিফার লি। তালিকায় আছেন উপস্থাপক অফরাহ উইনফ্রে, রানী এলিজাবেথ, জেকে রোলিং, হেলেন কার্ক প্রমুখ।