ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার নবীনগর থানায় আইনশৃঙ্খলা নিয়ে এক মতবিনিময় সভায় ফাঁড়িটি ঝুকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ঝুকিপূর্ণ হওয়ায় ফাঁড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সরকারের এক একর জায়গায় দ্রুত ফাঁড়ির নতুন ভবন স্থাপনের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক সরকার।
নবীনগর থানার অফিসার ইনর্চাজ মো. আবু জাফরের সভাপতিতে বক্তব্য দেন অধ্যক্ষ মিজানুর রহমান খান, আওয়ামী লীগ নতা শেখ নূরুল ইসলাম, চেয়ারম্যান এমএ খায়ের বারি, মো. রফিকুর ইসলাম, প্রেস ক্লাব সহ সভাপতি আজিজুল ইসলাম বাচ্চু, সাংবাদিক সাইদুল আলম, জালাল উদ্দিন মনির, খ,ম হযরত আলী প্রমুখ।