জেহাদ হোসেন খোকন :–
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শূন্য আসনে মেম্বার পদে উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২১ মে মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত সর্বমোট ৮টি মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করেছে।
বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ রশীদ জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার পরিহল পাড়া গ্রামের নুরুল আমিন (নূরু) এ বছরের জানুয়ারীর ১৪ তারিখে মৃত্যুবরণ করেন। যার ফলে উক্ত ওয়ার্ডে মেম্বার পদটি শূন্য হয়ে যায়। মনিপুর, দূর্গাপুর ও পরিহল পাড়া এই তিনটি গ্রাম নিয়ে ৮নং সাধারণ ওয়ার্ড। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩হাজার ৯শত ২৫জন। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২১ মে। রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ মে। ভোট গ্রহনের তারিখ ১২ জুন ২০১৩ইং বুধবার। গতকাল ২১ মে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৮নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দালিখ করেছেন, তারা হলেন- আঃ ওহাব(মনিপুর), মোঃ আবদুল খালেক(দূর্গাপুর), এমদাদুল হক(পরিহল পাড়া), মোঃ আবদুল মবিন(মনিপুর), হারুনর রশীদ(পরিহলপাড়া), মোঃ এম আর কবীর(পরিহল পাড়া) ও মোঃ আমির হোসেন (মনিপুর)।