আলমগীর হোসেন :–
কুমিল্লার বুড়িচংয়ে স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকগুলোর মান বৃদ্ধি পাচ্ছে । সূত্র জানায়, সরকার স্বাস্থ্য সেবার মান কে অজো পাড়া গায়ের চিকিৎসা বঞ্চিত অবহেলিত লোকজনের দ্বার প্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল । এলাকার অবহেলিত বঞ্চিত লোকদের শুধু পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রনের সামগ্রী পৌঁছে দেবার জন্য নয় বরং সকল ধরনের সাধারণ রোগ বালাইয়ের প্রাথমিক চিকিৎসা ও তা প্রতিরোধে সম্যক ধারনা প্রদানের কেন্দ্রবিন্দু স্থান হিসেবে উক্ত কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপিত হয়েছিল । তারপরেও কোথাও যেনো একটা সমস্যার ফলে ক্লিনিকগুলো তাদের কার্যক্রম সঠিকভাবে সমাধা করতে ব্যর্থ হচ্ছিল । ঠিক সেই মুহুর্তে বর্তমান সরকার ক্ষমতা এসে অবহেলিত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লিনিকগুলোকে আবার ঢেলে সাজানোর প্রদক্ষেপ গ্রহণ করে। ফলে আগে যেখানো সেবার নামে সাধারণ মানুষগুলো বঞ্চিত হতো বর্তমানে আর তেমনটি হচ্ছে না। তারই জ্বলন্ত সাক্ষ্য রেখে চলেছে বুড়িচং উপজেলার কণ্ঠনগর কমিউনিটি ক্লিনিকটি । গতকাল ১৫ মে উক্ত ক্লিনিকের সিএইচসিপি মো: ইকবাল হোসেনের তত্ত্বাবধানে ওই ক্লিনিকে অভিজ্ঞ ধাত্রী রতœা রাণী দেবনাথ ও সহযোগী বকুল আক্তারের সাহায্যে একটি ফুট ফুটে নবজাতক সন্তানের বীনা টাকায় এবং বীনা অপারেশনে প্রসব কার্যক্রম সমাধা করা হয়েছে। ফুট ফুটে নবজাতকটি উত্তর পূর্ব কণ্ঠনগর গ্রামের মো: আমিরুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তারের গর্ভজাত সাধারণ ডেলিভারিতে ভূমিষ্ট সন্তান। অথচ স্বাস্থ্য সেবার নামে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক গ্রাম পর্যায়ে কণ্ঠনগরের ওই ক্লিনিকটি এগিয়ে চললেও বিদ্যূৎ ও পানির অসুবিধার কথা জানালেন ক্লিনিকের সিএইচসিপি । এছাড়া, সরকার সকল ধরণের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করলেও পানি ও বিদ্যূতের অভাবে উক্ত সেবা দেয়া দুরূহ এবং অনেক ক্ষেত্রে তা কষ্টকর হয়ে উঠে।