ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত প্রায় ৯টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাত ৮টায় ওই যুবককে দুই যুবক আহত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে তারা তাকে রেখে পালিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এসে ওই যুবককে মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, ‘নিহতের মাথার বাম পার্শ্বে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪১ দিন পর কবর থেকে লাশ উত্তোলন