দেবিদ্বার প্রতিনিধি:—
কুমিল্লার দেবিদ্বারে বিদেশ ফেরত স্বামী রফিক হত্যার চেষ্টার অভিযোগে আটক স্ত্রী কানিজ ফাতেমা এখন জেল হাজতে। পাষানী স্ত্রীর স্বীকারোক্তিতে পরকীয়া প্রেমিকদের অভিযানে নেমেছে পুলিশ। সোমবার দেবিদ্বার থানা ইনচার্জ (তদন্ত) মো: মোর্শেদ পারভেজ তালুকদার এর নেতৃত্বে পুলিশ কুমিল্লা মহানগরের ইস্টার্ন ইয়াকুব প্লাজা থেকে তৈরী পোষাক ব্যবসায়ী রফিক হত্যার পরিকল্পনাকারী মো: আবদুল হাই হৃদয় (২৬)কে আটক করেছে। অপর দিকে দেবিদ্বার উপজেলা সদরের স্বর্ন ব্যবসায়ী প্রেমিক আপন পলাতক রয়েছে। এদিকে আরো প্রেমিকদের খোঁজে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়। পুলিশ জানায়, কানিজ ফাতেমা সুন্দরী হওয়ায় যে কোন যুবককে সহজে হাত করে প্রেমের অভিনয়ে তাদের কাজ থেকে অর্থ সহ নানা সামোগ্রী হাতিয়ে নেওয়া ছিল তার প্রদান কাজ। স্বামী সন্তান ফেলে একাধিকবার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
