ভারতীয় গাঁজা-ফেনসিডিলসহ একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় গাঁজা-ফেনসিডিলসহ লোকমান হোসেন (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লোকমান পৌর এলাকার কালিকাপুর গ্রামের হুমায়ুন কবীরের পুত্র। রোববার রাত নয়টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতারকালে তার জিম্মা থেকে ভারতীয় দুই কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

Check Also

আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...

Leave a Reply