কুমিল্লার মুরাদনগরে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

মোঃ মোশাররফ হোসেন মনির,মুরাদনগর :–

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিএনপি-জামায়াত থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে।
গত রোববার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারে স্থানীয় বিএনপি নেতা মুকবল হোসেন মেম্বার, আক্তার হোসেন মেম্বার, রহিম খান, তারু মমিন,বাবুল খান, মোর্শেদ আলম, কাউছারের নেতৃত্বে বিএনপি জামায়াত থেকে আ’লীগের রাজনীতিতে অনুপ্রানিত হয়ে কুমিল্লা জেলা (উত্তর) আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। পরে যোগদান কৃত নেতৃবৃন্দকে নিয়ে একটি মিছিল বাঙ্গরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন আল রশিদ, বাঙ্গরা (পূর্ব) ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ভিপি জাকির , শফিকুল ইসলাম ছবি, শেখ মনির, শেখ জাকির, সামমিয়া মেম্বার সহ অন্যরা।
এ ব্যাপারে কুমিল্লা জেলা (উত্তর) আ’লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সরকার যোগদান কৃত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপি জামায়াত থেকে আমাদের দলে আগত নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আমি অচিরেই দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করবো।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply