শামীমা সুলতানা :–
রোববার রাতে এবং আজ সোমবার দুপুরে দাউদকান্দি থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দাউদকান্দি উপজেলা জামায়েতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মোবারক হোসেনসহ ৪ জনকে গ্রেফতার করে।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আবুল ফয়সাল জানান, ‘হরতালে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে উপজেলার দশপাড়া গ্রামের মৃত নাছির উদ্দিনের পুত্র ও উপজেলা জামায়েতের ভারপ্রাপ্ত আমির মোঃ মোবারক হোসেন (৪৫), উপজেলা জামায়েতের সেক্রেটারী মোঃ মোশাররফ হোসেনের সহযোগী বাগেরহাট জেলার মংলা থানার বড়ইতলা গ্রামের রমিজ উদ্দিনের পুত্র নজরুল ইসলাম (৩৫), দাউদকান্দির পিপইয়াকান্দি মাদরাসার অধ্যক্ষ থানা জামায়েতের রোকন মাওলানা মো. মতিউর রহমান (৫২) ও থানা জামায়েত ইসলামীর সদস্য নৈইয়ার গ্রামের আলী আশরাফ (৩৫) কে গ্রেফতার করা হয়।