মোঃ আলাউদ্দিন,নাঙ্গলকোটঃ–
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সরকারি কোন কলেজ না থাকায় ৭০ ভাগ শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত। সুজলা, সুফলা, শ্যামলা লালন ভূমি অপর প্রাকৃতিক সুন্দোর্যে ভরপুর ডাকাতিয়া নদী বেষ্টিত একটি জনপদ। আদ্রা, বাঙ্গড্ডা, পেরিয়া, রায়কোট, মৌকরা, মক্রবপুর, দৌলখাঁড়, বক্সগঞ্জ, সাতবাড়িয়াসহ ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নাঙ্গলকোট উপজেলার আয়তন ২৭৬ বর্গ কিলোমিটার। প্রায় ৫ লক্ষ লোকের জনপদে হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ, আবদুল গফুর ভূঁইয়া কলেজ, ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ, হেসাখাল বাজার কলেজ, বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ, হোমনা বাদ আদর্শ কলেজ, মডেল মহিলা কলেজ, মন্তলী স্কুল এন্ড কলেজ, চলন কলেজ, কারিগরি কলেজ, বাঙ্গড্ডা বঙ্গবন্ধু আদর্শ কলেজ একমাত্র উচ্চ শিক্ষার অবলম্ভন। এ অবহেলিত জনপদ দীর্ঘ ২৯ বছর পূর্বে জম্ম লাভ করলেও আজও কোন সরকারি কলেজ স্থাপিত হয় নাই। আড়াই যুগের বেশি সময় ধরে উপজেলা সৃষ্টি হলেও উপজেলার ছেলে মেয়েদের পর্যাপ্ত মেধা ও প্রতিভা থাকা স্বর্ত্তেও উচ্চ শিক্ষার সু-ব্যবস্থা না থাকায় দেশের সুনাগরিক হয়ে উঠতে পারেছেনা অধিকাংশ পরিবার বিদেশী রেমিটেন্সের উপর ও কৃষি আয়ের উপর নির্ভর হলে ৭০ ভাগ শিক্ষার্থীর পরিবার উপজেলা বাহিরে ছেলে মেয়েদের ভর্তি করে লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হয় না। তাই উপজেলাবাসীর প্রাণের দাবি অনতিবিলম্বে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজকে সরকারীকরণের মাধ্যমে উচ্চ শিক্ষার পথ সুগম করা হোক।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী সাংবাদিক ও পুলিশ কুমিল্লার সন্তান
মোঃ আক্তার হোসেনঃ করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে ...