বুড়িচং প্রতিনিধি:–
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যা নিকেতন স্কুলের সভাপতি পদে ইঞ্জিঃ ছৈয়দ আহাম্মদকে নির্বাচিত করে একটি পূর্নাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
রোববার বিদ্যালয়ের কমিটির প্রথম সভায় সর্ব সম্মতিক্রমে পাঁচোড়া গ্রামের শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যাবসায়ী ইঞ্জিঃ ছৈয়দ আহাম্মদকে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে নির্বাচিত করা হয়েছে। কার্যকরি কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মজিদ মেম্বার, দাতা সদস্য হাজী মোঃ ইদ্রিছ মিয়া, নির্বাচিত অভিভাবক সদস্য যথাক্রমে ডাঃ গাজী কুদ্দুছুর রহমান, হুমায়ূন কবির মূহুরী, নওশের আলী, মোঃ হানিফ, সংরক্ষিত মহিলা সদস্য বিউটি আক্তার, শিক্ষক প্রতিনিধি জহির আহাম্মেদ ও সদস্য সচিব প্রধান শিক্ষক অহিদুর রহমান।
