ক্লোজআপ ওয়ান সেরাদের সেরা লায়লা

ঢাকা :–
অবশেষে ক্লোজআপ ওয়ান-২০১২ এর ১৩টি রাউন্ড শেষে শীর্ষ তিন প্রতিযোগির মধ্যে নির্বাচিত হয়ে সেরাদের সেরার মুকট পরলেন লাইলা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি মিতসুবিসি গাড়ি ও ১০ লাখ টাকা। প্রথম ও ২য় রানার আপ হয়েছেন যথাক্রমে সোহাগ এবং টুটুল।

ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০১২ এর চ্যাম্পিয়ন লায়লা বিচারকের দেওয়া ৩৬ নম্বরসহ ৫৫ লাখ ৩০ হাজার ২’শ এসএমএস ভোট পেয়েছেন।

সোহাগ পেয়েছেন বিচারকের ৩১ নম্বর ও ৫৮ লাখ ২২ হাজার ১১৬ ভোট। বিচারকের ৩৫ নম্বর ও ৩০ লাখ এসএমএস ভোট পেয়ে ২য় রানার আপ হয়েছেন টুটুল।

অতীতের সব রেকর্ড ভেঙে এবারের আসরে মোট ১ কোটি ৪০লাখ ৭৮ হাজার এসএমএস ভোট পড়ে।

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ` প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে এ চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সময়ের গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান-২০০৫, ২০০৬, ২০০৮ এবং এবারের আসরের শিল্পীরা।

উপস্থিত ছিলেন প্রধান তিন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া।

Check Also

মিনি ওয়াক-ইন-সেন্টারের মাধ্যমে রবি’র গ্রাহক সেবা সম্প্রসারণ

ঢাকা :– গ্রাহক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি মিনি ওয়াক ...

Leave a Reply