ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় তুহিন মিয়া (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। এসময় অপর একজন আহত হয়েছেন। শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাতে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের শহীদ মিয়ার ছেলে তুহিন ও জিহাদ ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে মোটরসাইকেলে করে আশুগঞ্জ যাচ্ছিলো। রাত অনুমান সাড়ে আটটার দিকে তারা সুহিলপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে দু’জনই গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। তার সহযোগী জিহাদকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Check Also
আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...