ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার গভীররাতে উপজেলা সদরের মসজিদপাড়ার সৌদি প্রবাসী সৈয়দ খাঁর বাড়িতে এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করেছে।
জানা যায়, শনিবার গভীররাতে সংঘবদ্ধ ডাকাতদল মসজিদপাড়ার সৌদি প্রবাসী সৈয়দ খাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে নগদ প্রায় দেড় লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্ককার, চারটি মোবাইল ফোনসেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে পৌর এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।সৈয়দ খাঁর ছেলে আইয়ুব খাঁ বলেন, ‘৭/৮ জনের একটি ডাকাতদলের মধ্যে দুইজন ছিলো মুখোশধারী। তারা বাসায় ঢুকেই কাপড় দিয়ে আমাদেরকে বেধে ফেলে। পরে তারা বাসার বিভিন্ন কক্ষের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
Check Also
আশুগঞ্জে সাজাপ্রাপ্ত আসামির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :– ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো. হারুন মিয়া (৪৫) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির ...