ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ট্যাবলেটসহ মহিলা চৌকিদার পারুল বেগমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের মহিলা চৌকিদার পারুল বেগমকে স্থানীয় লঞ্চ াট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নবীনগর থানার ওসি মো.আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, ‘গ্রেফতারকৃত চৌকিদা পারুল বেগম দীর্ঘদিন ধরেই এই ব্যবসার সাথে জড়িত।’