মুরাদনগর প্রতিনিধি :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে সাইকি জামান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে মেধাবী শিক্ষার্থীদের সংবধর্ণা দেয়া হয়। কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গেস্ট এসোসিয়েট প্রফেসর ও রকসি পেইন্টস লি: এর নির্বাহী পরিচালক আলহাজ্ব সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, পীরকাশীমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শফিকুল ইসলাম, মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হাক্কানী, কোরবানপুর গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ভুইয়া, যাত্রাপুর এ-কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক আবুল হোসেন চৌধুরী মেম্বার, অভিভাবক আমির হোসেন, অভিভাবক মনিরুজ্জামান, বিদ্যুৎশাহী হাফেজ আহাম্মদ ও কৃতি ছাত্র শামীম মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের অধ্যাপক ফিরোজা বেগম ও অধ্যাপক সুলতান আহাম্মদ ভুইয়া। উক্ত অনুষ্ঠানে মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ এলাকার বিভিন্ন পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।
