স্টাফ রিপোর্টারঃ —
গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতী আলহাসানী ওয়াল হোসাইনী (রাঃ) স্মরণে কুমিল্লায় জুলুস অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ই মে পয়লা রজব কুমিল্লা শহরের নূরপুর গুলশানে খাজা দরবারে সবুরিয়া দরবার শরীফ থেকে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে বাদ আছর বিভিন্ন কর্মসূচীর শুরুতে খাজা মঈনুদ্দিন চিশতীর স্মরণে আলোচনা সভা,মিলাদ, দোয়া, শামা কাওয়ালী ও জুলুশ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।জুলুশ ও অনুষ্ঠানে খাজা ভক্তগণ অংশ নেন। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজী এম এ ওয়াহিদ সাবুরী,সাদেকুর রহমান, আব্দুস সাত্তার ফায়েজী,হাসনাত উল্লা ফারুকী, সফিকুর রহমান,ইঞ্জিনিয়ার শহীদুল হক,অধ্যক্ষ অলিউর রহমান জাহাঙ্গীর আলম,সাফিকুর রহমানসহ আরো অনেকে।
