মোঃ মোশাররফ হোসন মনির,মুরাদনগর :–
উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের একতা মার্কেটে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের শাখা কার্যালয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতের কোন এক সময় ঘটনাটি ঘটলেও বাজারের নৈশ প্রহরীরা কিছুই আচ করতে পারেনি।
সন্ধানীর রিজিওনাল কো অর্ডিনেটর জাহাঙ্গীর আলম ও উপ ব্যাবস্থাপক কুলছুম হাছান মিতু জানান, চোর চক্র কার্যালয়ের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ , ইলেক্ট্রনিক সামগ্রী সহ মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। বিষয়টি নিয়ে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: আমিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে।