বুড়িচং প্রতিনিধি:–
কুমিল্লার বুড়িচংয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ক্রয় বিক্রয় করার জন্য নিজ দখলে রাখার অপরাধে ২০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে বুড়িচং থানা পুলিশ। রোববার ১২ মে ধৃত আসামী ফারুককে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম পিপিএম জানায়, গত ১১ মে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এ এস আই আবদুল কাদের ও সঙ্গীয় ফোর্স বুড়িচং-রাজাপুর সড়কের বুড়িচং উত্তর পাড়া ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফারুক হোসেন (৩৯) কে আটক করে। সে লক্ষীপুর জেলার আবদুল্লাপুর গ্রামের মৃত আশ্রাফ আলী ভূইয়ার ছেলে। বর্তমানে সে বুড়িচং পশ্চিম পাড়া বাবুল মিয়ার বাড়ীতে ভাড়া হিসাবে বসবাস করতো। এ ব্যাপরে বুড়িচং থানার এএসআই আবদুল কাদের বাদী হয়ে ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (২) এর ধারায় একটি মামলা দায়ের করেন।
