আলমগীর হোসেন :–
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৩ খ্রী: অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী পূর্ণমতি মনসুর আহমদ উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে শতভাগ সাফল্য সহ বুড়িচং উপজেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করার গৌরব লাভ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুল হক ভূঞা জানান, ওই বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ৭৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে । এর মধ্যে ৮টি জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্ররা হলো: সায়মা আক্তার, হৃদয় হাসান, মাজেদুল ইসলাম, মো: ইউনুস, লোবনা আক্তার, হালিমা আক্তার, জোহরা বেগম ও সোহাগ মিয়া। তাদের এ কৃতিত্বপূর্ণ ফলাফলের পিছনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: জয়নাল আবেদীন, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক অভিভাবকদের ব্যাপক ভূমিকা রয়েছে বলে জানা যায়।