জেহাদ হোসেন খোকন, বুড়িচং :–
কুমিল্লার বুড়িচং থানায় অফিসার ইনচার্জ (ওসি)হিসাবে মোঃ মনিরুল ইসলাম গত ১০ মে যোগদান করেছেন। তিনি মুরাদনগর থানা থেকে বদলী হয়ে বুড়িচং থানায় যোগদান করেন। অপরদিকে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল আলম বুড়িচং থানা থেকে বদলী হয়ে মুরাদনগর থানায় যোগদান করেন। মোঃ মনিরুল ইসলাম ১৯৯২ সনে এস আই হিসেবে চাকুরীতে যোগদান করে প্রশিক্ষণ শেষে প্রথম মাদারীপুর জেলায়, পরে পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রাম, ডিএমপি ও পঞ্চগড় জেলায় চাকুরী করা কালীন ২০০৭ সনে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে খালিশপুর থানায়, ডিএমপি, মেহেদীগঞ্জ, শীতাকুন্ড মঠবাড়িয়া, আখাউড়া ও মুরাদনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলের জনক। তিনি বুড়িচং থানার আইন শৃংখলা উন্নয়নের লক্ষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।