নিজস্ব প্রতিনিধি :–
গত রোববার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের গুলিতে দাউদকান্দির নিহত ২ হেফাজতে ইসলামের কর্মীর পরিচয় পাওয়া গেছে।
জানা যান, উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের থৈরখোলা নূরানী মাদ্রাসার শিক্ষক ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মোঃ ইউনুছ এর গ্রামের বাড়ি ঢাকার গাজীপুরে এবং দাউদকান্দির বাজেরা গ্রামের অপর নিহত হেফাজত কর্মী ছাদেকুর রহমানের গ্রামের বাড়ি বানছারামপুর উপজেলায়। তার শশুর বাড়ি ১নং দাউদকান্দি উত্তর ইউনিয়নের বাজেরা গ্রামে।